
আশা লতা বৈদ্য
প্রিয় শিক্ষকবৃন্দ, আমার সোনামণি ছেলে মেয়েরা এবং গ্রামের সকল মানুষকে প্রণাম জানাই।
আজ তোমাদের দিকে তাকিয়ে আমার হৃদয় গর্বে ভরে গেছে। মনে পড়ে যায় সেই সময়, যখন আমাদের গ্রামে মেয়েদের জন্য স্কুলের নামটাই ছিল না। আমি স্বপ্ন দেখেছিলাম—একদিন আমাদের গ্রামের প্রতিটি মেয়ে বই হাতে নিয়ে স্কুলে যাবে, নিজের স্বপ্নের পথে হাঁটবে।
সেই স্বপ্ন থেকেই এই ছোট্ট মেয়েদের স্কুল শুরু হয়েছিল। তোমাদের মা-বাবার আশীর্বাদ, গ্রামের সবার ভালোবাসা আর তোমাদের শিখতে চাওয়ার আগ্রহে আজ তা বেড়ে উঠেছে সরলাময়ী উচ্চ বিদ্যালয়।
মনে রেখো, মেয়ে মানেই দুর্বল নয়, গ্রামে জন্ম মানেই পিছিয়ে পড়া নয়। তোমাদের মধ্যেই আলোর প্রদীপ আছে। মন দিয়ে পড়বে, সত্যবাদী আর সাহসী হবে, আর সেই আলো দিয়ে পরিবার, গ্রাম আর একদিন দেশকেও আলোকিত করবে।
এই স্কুল শুধু শিক্ষা দেয় না—এখানে তোমরা স্বপ্ন দেখতে শিখবে, মানুষ হতে শিখবে।
আমি সবসময় তোমাদের পাশে আছি। তোমরা প্রতিশ্রুতি দাও—শেখার আলো কখনো নিভতে দেবে না।
ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ধন্যবাদ।