সরকারি বিধিমোতাবেক সরলাময়ী উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ- ভাঙ্গারহাট, উপজেলাঃ কোটালীপাড়া, জেলাঃ গোপালগঞ্জ এ শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক, সৃষ্ট শূন্যপদে একজন অফিস সহায়ক, একজন নৈশপ্রহরী আবশ্যক। আগ্রহীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৩ কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র, সহকারী প্রধান শিক্ষক পদে (অফেরতযোগ্য) ১৫০০/- টাকা(সরলাময়ী উচ্চ বিদ্যালয়, কোটালীপাড়া শাখা, গোপালগঞ্জ হিসাব নং ০২০০০০৫৫৪৫১৫১ । জমা রশিদ, মোবাইল নম্বরসহ আবেদন প্রধান শিক্ষক বরাবর পৌছাতে হবে। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন নিষ্প্রয়োজন।
প্রধান শিক্ষক ০১৩০৯১০৯৫৭৬